অকৃতজ্ঞ || মুজাহিদুল ইসলাম স্বাধীন

অকৃতজ্ঞ
মুজাহিদুল ইসলাম স্বাধীন


দুইটা কথাও বলি যদি বাংলাদেশকে নিয়ে,
পরিপূর্ণ হয় না সেটা যার কথা বাদ দিয়ে-
ভেবে গেছেন সারাজীবন দেশ ও দশের কথা,
দেশ নিয়ে যার মনে ছিল ভীষণ অস্থিরতা-

জেল-জুলুমেও যার আদর্শ মানেনি কো হার,
হামলা, মামলা বা কিছুতেই মন ভাঙেনি যার-
বাঙালি এক হয়েছিল যে নেতার এক ডাকে,
নিজের চেয়ে বেশি তারা বাসত ভালো যাকে-

যার কারণে হয়েছি ভাই আমরা স্বাধীন আজ,
বাঙালি পরালো যাকে জাতির পিতার তাজ-
সেই সে তিনি সবার প্রিয় মুজিবুর রহমান,
ছিলেন, আছেন, জুড়ে রবেন বাঙালিদের প্রাণ।

পনেরো আগস্ট তার শাহাদাৎ শোকের মাতম দেশে,
কিছু মানুষ এদিনটাকে ক্যামনে কাটায় হেসে???
এমন যারা বাঙালি কি তাদের বলা যায়?
কেমন অকৃতজ্ঞ তারা বুঝত যদি হায়!