অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের তাগিদ প্রধানমন্ত্রীর

যত্রতত্র অনলাইন নিউজপোর্টাল গজিয়ে উঠছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজপোর্টালগুলো নিবন্ধনের ওপর তাগিদ দিয়েছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন।

একটি অনলাইন নিউজপোর্টালের এক সাংবাদিক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে লিখিত প্রশ্ন করলে প্রধানমন্ত্রী জানতে চান এই নিউজপোর্টাল নিবন্ধিত কি-না। এ সময় তিনি বলেন, রেজিস্ট্রেশন ছাড়া অনলাইন পত্রিকা চলতে পারে না। যত্রতত্র গজিয়ে উঠছে। এগুলো রেজিস্ট্রেশন করতে হবে। আগে রেজিস্ট্রেশন করেন, পরে উত্তর দেব।

সংবাদ সম্মেলনে ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, চক্রবৃদ্ধি হারে সুদের কারণে খেলাপি ঋণের পরিমাণ বেশি দেখায়। প্রকৃত ঋণ হিসাব করলে এর পরিমাণ অনেক কমে আসবে।

কেন খেলাপি ঋণের পরিমাণ এত বেশি দেখানো হচ্ছে সে বিষয়ে সরকার উদ্যোগ নেবে বলেও তিনি জানান।

সুদের হার কমিয়ে আনার বিষয়েও প্রধানমন্ত্রী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন পত্রিকার মালিকদের খেলাপি ঋণের পরিমাণ কত তা জানতে বলেন সাংবাদিকদের।

তাদের ঋণ পরিশোধে সাংবাদিকদের উদ্যোগ নিতেও বলেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে মঞ্চে আরও উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।