অনুমোদনের আগেই ‘ভাইরাল’ আওয়ামী লীগের উপ কমিটি

দলীয় প্রধানের অনুমোদনের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল’হয়ে গেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির তালিকা।

বিগত দুইদিন প্রস্তাবিত তালিকায় নিজ নাম চিহ্নিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কেন্দ্রীয় উপ কমিটিতে স্থান পাওয়া অনেকেই।

দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, এগুলো প্রস্তাবিত খসড়া উপ কমিটি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে কমিটিগুলো।

তিনি জানান, উপ কমিটি এখনো অনুমোদন হয়নি। সহ-সম্পাদকদের কোনো অনুমোদন নেই। এছাড়া যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নেতা দাবি করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান ও বিভাগীয় সম্পাদকদের কাছ থেকে একটি করে প্রস্তাবিত খসড়া তালিকা দফতরে জমা নেয়া হয়। দফায় দফায় বৈঠক করে এ খসড়া তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখন দলের সভাপতির অনুমোদন পেলেই কমিটিগুলো বৈধতা পাবে।