অপেক্ষা করেন আরো মামলা আছে, খালেদা জিয়াকে হানিফ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আরো মামলা আছে। সেই মামলাগুলোতেও তাঁকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আজ মঙ্গলবার দুপুরে মাগুরার নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের বর্ধিত কর্মিসভায় এসব কথা বলেন হানিফ।

খালেদা জিয়ার উদ্দেশে হানিফ বলেন, ‘অপেক্ষা করেন, আরো মামলা আছে। এই পাঁচ বছরই শেষ না, আরো বছর আছে। যে অপকর্ম করেছেন তার শাস্তি ভোগ করতে হবে। মানুষকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা করেছিল। শাস্তি তাঁকে পেতে হবে।’

একই সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য, নির্বাচন যে হবে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হবে। গণতন্ত্রে আওয়ামী লীগ বিশ্বাসী। আওয়ামী লীগ চায় সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ জনগণ যেন তাদের পছন্দের প্রার্থী ভোট দিতে পারে।’

জাফর উল্লাহ বলেন, ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হবেই। গত নির্বাচনের মতো বিএনপি এবারো নির্বাচনে অংশ না নিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ। সভায় মাগুরা জেলার বিভিন্ন পর্যায়ের পাঁচ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ওই দিন থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।