অবশেষে ইরানের হাতে এস-৩০০ ক্ষেপণাস্ত্র তুলে দিচ্ছে রাশিয়া

ইরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে শুরু করল রাশিয়া। এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির কোজিন জানান, ‘এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান ও রাশিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

‘ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

গত মাসে রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান রোজটেকের প্রধান কর্মকর্তা সের্গেই চেমোজোভ বলেছিলেন, এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিয়ে এরইমধ্যে নতুন করে চুক্তি হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে ইরান ও রাশিয়ার মধ্যে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে ৮০ কোটি ডলারের চুক্তি হয়। কিন্তু জাতিসংঘ নিষেধাজ্ঞা জারি করায় ইরানের হাতে এস-৩০০ তুলে দিতে পারেনি রাশিয়া। চলতি বছরের গোড়ার দিকে ইরান ও ছয় দেশের মধ্যে পরমাণু ইস্যুতে সমঝোতা হয়। এর পরই এপ্রিল মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এস-৩০০ সরবরাহের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন।