অবশেষে কংগ্রেসের সভাপতি পদ ছাড়লেন রাহুল গান্ধী

অবশেষে কংগ্রেসের সভাপতি পদ ছাড়লেন রাহুল গান্ধী। বুধবার তার পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
দেশটির সংবাদমাধ্যমকে রাহুল জানিয়েছেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং এ পদে আর ফিরবেন না।

তিনি বলেন, আমি আমার পদত্যাগপত্র এরই মধ্যে জমা দিয়েছি। আশা করছি শিগগির এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই নতুন সভাপতি বেছে নেবে কংগ্রেস। আমি এই প্রক্রিয়াতেও নেই।

রাহুল গান্ধী বলেন, দলের নীতি-নির্ধারণী বডি ওয়ার্কিং কমিটির উচিত শিগগির এ বিষয়ে সভা ডেকে দলীয় প্রধান নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া।

গত লোকসভা নির্বাচনে ভরাডুবির পর আলোচনা-সমালোচনার পর দল থেকে পদত্যাগের ঘোষণা দেন গান্ধী পরিবারের এই প্রজন্ম নেতা রাহুল। শীর্ষ নেতাদের অনুরোধে সে সময় মুখ খুলেননি তিনি। তবে এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে তিনি এও বলেন, নীতি-নির্ধারণী পর্যায়ে না থাকলেও দলীয় কর্মকাণ্ড ঠিকই চালিয়ে যাবেন।

এদিকে দলীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রধান কে হবেন- তা এক সপ্তাহের মধ্যেই ঠিক করতে হবে।