অবিশ্বাস্য ব্যাটিংয়ে ম্যাচসেরা মাহমুদউল্লাহ

এমন ব্যাটিংয়ের পর ম্যাচসেরার পুরস্কারটি আর কেইবা দাবি করতে পারতেন? কেউ দাবি করেনওনি। মাহমুদউল্লাহ রিয়াদের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম দুই বলে একটি উইকেট হারিয়ে কোনো রানই নিতে পারেনি বাংলাদেশ। স্বীকৃত ব্যাটসম্যান বলতে ছিলেন কেবল মাহমুদউল্লাহ।

এমন ম্যাচে তীরে এসে তরী ডুববে, ধরে নিয়েছিলেন অনেকেই। তবে মাহমুদউল্লাহ বোধ হয় এই নৈরাশ্যবাদীদের তালিকায় ছিলেন না। শেষ ৪ বলে দরকার ছিল ১২ রান। শেষ ২ বলে ৬। এমন এক ম্যাচ এক বল হাতে রেখেই বাংলাদেশকে জিতিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ, দারুণ এক ছক্কা মেরে।

শুধু কি এই ছক্কাটিই? মাহমুদউল্লাহর পুরো ইনিংসই তো ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। ১৮ বলে হার না মানা ৪৩ রান। যে ইনিংসে ৩টি চারের পাশে ২টি ছক্কার মার! স্ট্রাইকরেট, ২৩৮.৮৮। অবিশ্বাস্যই তো!