অভিনেতা তানভীর হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে অভিনেতা ও পরিচালক তানভীর হাসান সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে তানভীরের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তানভীর দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

উত্তরা (পূর্ব) থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, পরিবারের কাছ থেকে খবর পেয়ে দুপুরে বাসায় গিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সুমন বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। এ সময় তিনি তার রুমের দরজা টেনে দেন, কিন্তু তা ভেতর থেকে লক করা ছিল না। আজ সকাল সাড়ে ১০টার দিকে সুমনের বাসার গৃহকর্মী রুম পরিষ্কার করতে গিয়ে দরজা ধাক্কা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুমন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পরই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এসআই রহিম।