অল্প বয়সে পেকে যাচ্ছে চুল? সমাধানের উপায়

আমরা মনে করি যখন বুড়ো হব তখন চুল পাকবে। কিন্তু আজকাল নারী কিংবা পুরুষ উভয়কেই দেখা যায় চুল নিয়ে খুব বিষণ্ণ। কারণ অল্প বয়সেই পেকে যাচ্ছে সমস্ত চুল। আর অকালেই চুল পেকে গেলে নিশ্চয়ই ভালো দেখায় না। তাই জেনে রাখুন এই সমস্যার সমাধানের উপায়।

যা করবেন-
• গাজরের রস করে নিন। তার সঙ্গে পানি, চিনি ভালো করে মিশিয়ে নিন। এভাবে এই মিশ্রণ বানিয়ে নিয়মিত খান। দ্রুত উপকার পাবেন।

• পেঁয়াজ বাটা চুলের অকালে পেকে যাওয়া ঠেকাতে অত্যন্ত কার্যকরী উপাদান। পেঁয়াজ বেটে প্রতিদিন চুলের গোড়ায় মালিশ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। অল্প কয়েকদিনের মধ্যেই পাকা চুলের সমস্যা অনেকটাই কমে যাবে।

• বাদাম তেলের সঙ্গে তিলের বীজ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলের গোড়ায় ভালোভাবে মেখে ২০-৩০ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এই মিশ্রণ ব্যবহার করতে পারলে দ্রুত উপকার পাবেন।

• আমলকির গুঁড়োর সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে প্রতিদিন অন্তত ৩০ মিনিট চুলের গোড়ায় মালিশ করুন। তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন। পাকা চুলের সমস্যায় দ্রুত উপকার পাবেন।

• পাকা চুলের সমস্যা থেকে রেহাই পেতে হলে প্রতিদিন নারিকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় মাখুন। দুই সপ্তাহের মধ্যেই পাকা চুলের সমস্যা অনেকটাই কমে যাবে।