অশ্রু সজল চোখ || আবদুল হাই ইদ্রিছী

অশ্রু সজল চোখ
-আবদুল হাই ইদ্রিছী


ন্যাস্ত ছিলো তোমার উপর কমলগঞ্জের ভার
শ্রদ্ধাভাজন আস্তাভাজন মাহমুদুল হক স্যার।
শাসন নামে শোষণ তোমার দেখেনি তো চোখ
তোমার সেবায় মুগ্ধ ছিলো উপজেলার লোক।
.
মনটা তোমার রত্ন ছিলো সোনার চেয়ে খাঁটি
বঞ্চিতদের জন্য ছিলো ভালোবাসার ঘাঁটি।
তোমায় পেয়ে ধন্য ছিলো কমলগঞ্জের মাটি
কর্মে তুমি অতুল ছিলে নিখুঁত পরিপাটি।
.
প্রশাসনটা সু-শাসনে চালায় তোমার হাত
শিক্ষা-দীক্ষা মানব সেবায় খেটেছো দিন-রাত।
কর্মে তুমি অনেক দামী উঁচু তোমার শির
জগৎ সেরা হবে তুমি ওহে কর্মবীর।
.
মাকে তোমার সালাম জানাই শ্রদ্ধা ভরে মনে
এমন ছেলে জন্ম দিছে জগতে ক’জনে।
তোমার মত ছেলে যদি জন্মিত সব ঘরে
দেশটা আমার পূর্ণ হতো ফুলে ফুলে ভরে।

কমলগঞ্জের মাটির সাথে গড়েছিলে প্রেম
মানুষগুলো ভালোবেসে বেঁধেছিলে ফ্রেম।
তাই তো তোমার বিদায়েতে বিমর্ষ সব লোক
ব্যথায় কাতর মনটা সবার অশ্রু সজল চোখ।

আজকে তোমার বিদায় বেলা দেবার কিছু নেই
ভালোবাসা দিয়ে দিলাম চোখের পানিতেই।
যেথায় থাকো ভাল থেকো সুস্থ প্রতিক্ষণ
বুকের ভেতর আমাদেরো রাখে যেন মন।