আইওয়াশমূলক সংলাপ দিয়ে কোনো প্রতিফলন ঘটবে না

চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, চলমান সংকট নিরসনের একমাত্র পথ তফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেঙে দেয়া। তবে বর্তমানে সরকারি ও বিরোধী দল নেতৃবৃন্দ একে অপরের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত। যার প্রকৃত কারণ হলো নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি মেনে না নেয়া।

ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে আইওয়াশমূলক সংলাপ দিয়ে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে না। দেশের বৃহৎ জনগোষ্ঠীর দাবি অনুযায়ী তফসিল ঘোষণার পূর্বেই সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বিকেলে নগরীর টাউন হল মিলনায়তনে বরিশাল মহানগর ইসলামী যুব আন্দোলন আয়োজিত নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহানগর ইসলামী যুব আন্দোলনের নগর আহ্বায়ক মাওলানা নাসির উদ্দিন নাইস’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, সংগঠনের মহানগর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, বিগত সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, বিশিষ্ট তাফসীরকারক নওমুসলিম আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজী।

প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুব আন্দোলনের সদস্য সচিব আব্বাস বিন কালাম।