আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর গণসংযোগে গুলি

আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের গণসংযোগ বহরে হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় হামলায় আহত হয়েছেন মিঠুন নামে আহাদ আলী সরকারের এক সমর্থক।

সোমবার (৯ জুলাই) বিকেলে নাটোরের সদর উপজেলার শিব্দুরগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে

এ ঘটনায় হামলাকারী স্থানীয় যুবলীগ নেতা মানিক পাশা ও তার সমর্থক শাহাদতকে আটক করে পুলিশে দিয়েছে তার বহরে থাকা নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হামলার শিকার আহাদ আলী সরকার জানান, সোমবার বিকেলে তিনি সদর উপজেলার ফুলতলা ও শিব্দুরগ্রাম এলাকায় গণসংযোগ করছিলেন। বিকেল ৫টার দিকে ফুলতলা এলাকায় গেলে সন্ত্রাসী মানিক তার নেতাকর্মীদের গালিগালাজ ও মারপিট করার চেষ্টা করে। পরে নেতাকর্মীরা মানিককে সেখান থেকে সরিয়ে দেয়।

পরে শিব্দুরগ্রাম এলাকায় গেলে পেছন থেকে মানিক তার সহযোগীদের নিয়ে গাড়ি বহরকে লক্ষ্য করে অন্তত ছয় রাউন্ড গুলি করে। এ সময় মিঠুন নামে এক সমর্থক আহত হন। হামলার সময় আহাদ আলী সরকারের সমর্থকরা একটি চায়ের দোকানে রেখে তাকে রক্ষা করেন। পরে মানিক পাশা ও তার সমর্থক শাহাদতকে আটক করে পুলিশে দেয়া হয়।

মানিক পাশা ফুলতলা এলাকার মোস্তফা ড্রাইভারের ছেলে ও যুবলীগের থানা কমিটির সদস্য। তবে শাহাদতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সে মানিকেরই অনুসারী

এ বিষয়ে নাটোরের এএসপি (সদর সার্কেল) আবুল হাসনাত জানান, হামলার খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলেই অবস্থান করছে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।