আকাশচুম্বী ভবন নির্মাণে রেকর্ড

অতীতের যে কোনো সময়ের তুলনায় এ বছর চীন সবচেয়ে বেশি আকাশচুম্বী ভবন নির্মাণে রেকর্ড করেছে।

কাউন্সিল অব টল বিল্ডিং অ্যান্ড আরবান হ্যাবিটাট’র তথ্য উল্লেখ করে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, এ বছর চীনে অন্তত ৮৮টি সুউচ্চ ভবন নির্মিত হয়েছে যে গুলোর উচ্চতা ২শ’ মিটার।

বার্ষিক আকাশচুম্বী ভবন নির্মাণে এটি এক রেকর্ড, যা যুক্তরাষ্ট্রের তুলনায় ৭ গুণ বেশি এবং এক্ষেত্রে চীনের পরেই অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রে এ ধরনের ভবন নির্মাণ হয়েছে ১৩টি।

গত এক দশকে বিশ্বে এ ধরনের আকাশচুম্বী ভবন নির্মাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এ যাবতকালের রেকর্ডসংখ্যক আকাশচুম্বী ভবন নির্মাণ হয় গত বছর ১৪৭টি। এ বছর এ ধরনের ভবন নির্মাণ হয়েছে ১৪৩টি। এর ৬১ দশমিক ৫ শতাংশই নির্মাণ হয়েছে চীনে।

শেনঝেন প্রদেশেই ১৪টি আকাশচুম্বী ভবন নির্মাণ হয়েছে।