আগাম জামিন পেলেন মওদুদ-সানাউল্লাহ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও দলীয় নেতা সানাউল্লাহ মিয়ার আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। পুলিশের কাজে বাধা দেয়া ও নাশকতার অভিযোগে করা মামলায় আজ মঙ্গলবার তাদের জামিন মঞ্জুর করেন আদালত। পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত এই জামিনে থাকবেন তারা।

বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। আদালতে বিএনপির এই দুই আইনজীবী নেতার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন।

আদালত থেকে বের হওয়ার পর তারা জানান, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর

হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে একটি মামলা হয়। আর খিলগাঁও থানায় সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে চারটি মামলা হয়। এসব মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।