আজও তোমাকে || শেখ মেহেরুল ইসলাম রাজন

আজও তোমাকে
শেখ মেহেরুল ইসলাম রাজন


আজও কি স্বপ্নে ভাবো
আছি তোমারই পাশে?
নাকি অন্য ভূবন হাতড়ে বেড়াও
একটু সুখের আশে?
আজও কি মাঝরাতে খোঁজো আমায় তাঁরাদের মাঝে?
নাকি শুকতারার খোঁজে অষ্টপ্রহর কাটে তন্দ্রাবিহীন ভাবে?

আজও কি বুকের বা পাশে
আমার নামটি ভাসে?
নাকি শত নামের মাঝে হারিয়ে গেছি
ঠুনকো ঠোঙার মতো করে!
আজও কি চোখ বুজলে
আমার ছায়া ভাসে?
নাকি শত চেনা মুখের মাঝে
এই আমি পরে আছি অচিন পাখি হয়ে?

আজও সে মেঠোপথের বালি উড়িয়ে, খুঁজি তোমাকে,
আজও আমার ভূবনে রঙ তুলিতে
সাজাই তোমাকে,
আজও তোমার প্রতীক্ষায় চেয়ে থাকি
চেনা সে পথের বাঁকে,
আজও দুই নয়নে জল রঙে আঁকি তোমাকে।