আবদুল হাই ইদ্রিছী’র কবিতা “বিশ্বাসী একজন”

বিশ্বাসী একজন
-আবদুল হাই ইদ্রিছী


শিল্পকলার একটি মানুষ
আশির দশকের,
মাটি মানুষ ভালবেসে
শিল্পে গড়ের ঢের।

স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান
ভালোবাসেন দেশ,
ছড়া দিয়ে মনটা জুড়ান
অনুবাদে বেশ।

কথায় বুনেন নকশি কাঁথা
কথাসাহিত্যিক,
নামটি তাহার ছড়িয়ে আছে
দেশের চারিদিক।

গল্প উপন্যাসে অতুল
ভালোবাসায় বুদ,
কথাশিল্পী ঔপন্যাসিক
নাজিব ওয়াদুদ।

শিল্পকলার আশির বাঁশি
সতেজ রাখুক মন,
তিনি মোদের অহংকারের
বিশ্বাসী একজন।

২০ জুলাই ২০১৯খ্রি.