আবদুল হাই ইদ্রিছীর দুটি নিবেদিত ছড়া

আবদুল হাই ইদ্রিছীর দুটি নিবেদিত ছড়া


১.
নাসির হেলাল ভাই

এ সময়ে সেরা যাদের
কাব্য ছড়ায় হাত,
শব্দ নিয়ে সাধনাতে
প্রেমেতে দিন রাত।

স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান
স্বপ্ন করেন চাষ,
স্বপ্ন দিয়ে ঘর বানিয়ে
করেন যারা বাস।

তাদের মাঝে যারা আমার
ভালবাসার লোক,
যাদের দিকে তাকিয়ে থাকে
স্বপ্নচারী চোখ

এর ভেতরে প্রিয় কবি
নাসির হেলাল ভাই
সারা বেলা তাকে আমি
মনের ভেতর পাই।

কাব্য ছড়ায় নয় তো শুধু
তাহার গুণগান,
সাহিত্যের-ই সব শাখাতে
উচুঁ তাহার মান।

গবেষণায় রয়েছে তাঁর
অনেক অনেক বল,
মুন্সি মেহেরুল্লাহ্ তাহার
গবেষণার ফল,

মানব প্রেমে করতে পারেন
সব-ই তিনি দান,
দানবমুক্ত সমাজ গড়তে
কলমটা চালান।
***

২.
রাখছি তাকে মনে

একটা ছেলে ছড়া লিখে
ঝরায় ভালোবাসা,
ছড়ার ভেতর স্বপ্ন দেখায়
জাগায় মনে আশা।

আশা এবং ভালোবাসায়
রাখছি তাকে মনে,
ফুটন্ত এক গোলাপ হয়ে
আছে মনের বনে।

জগলুল হায়দার নামে তাকে
সর্বলোকে চিনে,
ভালোবাসায় কাছে আসে
তাহার ছড়ার বীণে।

সেই ছেলেটি ভালো থাকুক
কাব্য-ছড়া নিয়ে,
স্বপ্ন দেখার মন্ত্র আরো
যাক আমাদের দিয়ে।