আমিনুল ইসলাম মামুন-এর একগুচ্ছ ছড়া…

তারা জ্বলে কথা বলে
আমিনুল ইসলাম মামুন

তারা জ্বলে কথা বলে
পূর্ণিমা রাতে
খোকা-খুকু হেসে বলে
তারাদের সাথে।

আয় তারা নেমে আয়
আমাদের হাতে
প্রাণ ভরে চোখ মেলে
দেখি সারা রাতে।

*********************

সোনার বাংলাদেশ
আমিনুল ইসলাম মামুন

শাপলা ফোটা বিল যেখানে হাসে
যে সবুজে স্বপ্ন হাজার ভাসে
যে আকাশে জ্বলে হাজার তারা
পাখির গানে হৃদয়টা হয় হারা
স্বপ্ন জাগায় বেশ
প্রিয় সোনার দেশ।

মানুষগুলো গাঁথে হৃদয় মালা
সম্পদে তার ভরা মাটির থালা
জন্ম দিল অনেক জ্ঞানী-গুণী
রাজনীতিবিদ লেখক পীর ও মুনি।
কোন সে আমার মা?
যার হয় না তুলনা।

নদীগুলো দুগ্ধ ¯্রােতের মতো
দিনে-রাতে বইছে অবিরত
গা জুড়ানো হিমেল পরশ বয়
সে দেশটি তো যেমন তেমন নয়।
তার কোথায় অবস্থান?
যার জন্য সবাই মিলে
গায় হৃদয়ের গান।

বঙ্গোপসাগরের কোলে
তার বুকে নীল আকাশ দোলে
তার কথা কি লিখে বলো
যাবে করা শেষ?
সে আমাদের প্রাণ জুড়ানো
সোনার বাংলাদেশ।

*********************

ঢাকার ছবি
আমিনুল ইসলাম মামুন

বাংলাদেশের রাজধানীটি ঢাকা
শতশত বছর ধরে
ঘুরছে ঢাকার চাকা
বাংলাদেশের রাজধানীটি ঢাকা।

সকল পেশার মানুষ থাকে
সবাই চোখে স্বপ্ন আঁকে
এই ঢাকাতে কর্ম করে
গড়বে সুখের ঘর
থাকবে সবাই বুকের কাছে
কেউ হবে না পর।

ইতিহাসের সাক্ষী ঢাকা
স্মৃতির ঝুলি আছে রাখা
এই মাটির উপর
পিলখানা ও নাবাব বাড়ি
কত্তো স্মৃতির ঘর।

চওড়া সড়ক অলি-গলি
সকল পথের কথাই বলি
কম ও বেশি সাক্ষী হয়ে
আছে সে সব আজও
সেই গর্বে হার মানবে
হীরায় গড়া তাজও।

বাংলাদেশের রাজধানীটি ঢাকা
ইতিহাসের পাতায় পাতায়
ঢাকার ছবি আঁকা।

*********************

বাবার মুখ
আমিনুল ইসলাম মামুন

আমার কাছে আমার বাবাই সেরা
সবার কাছে সবার বাবাই তাই
দু’চোখ বাবার স্বপ্নে থাকে ঘেরা
সেই স্বপনের অন্ত যেন নাই।

অন্তহীনা সেই স্বপনে কতো
আশার প্রদীপ জ্বালান বাবা বুকে
আকাশেরই মিষ্টি চাঁদের মতো
মুখখানি তাঁর হাসে কোমল সুখে।

*********************

আমার মায়ের আঁচল
আমিনুল ইসলাম মামুন

আমার মায়ের আঁচল যেন স্বর্গ থেকে পাওয়া
দুঃখ-সুদিন সকল সময় মুক্ত সেথায় যাওয়া।
আকাশ বাতাস সূর্য হাসে, হাসে চন্দ্র তারা
কেউ হাসে না একা একা আমার মাকে ছাড়া।
পিঠা পায়েস সব খাবারে লাগলে হাতের ছোঁয়া
গাল ভরে যায়, সবই যেন রসের কাঁঠাল-কোয়া।
বনের পাখি ডাকতে শুনি আমার মায়ের সুরে
দুয়ার খুলে মনটি হারায় দূর সে অনেক দূরে।
মায়ের চোখের তারা এবং চাঁদ মাখানো মুখে
একটুখানি তাকালেই এ বুক ভরে যায় সুখে।
শুভ্র-সবুজ আঁচলখানি মানিক রতন ঘেরা
আমার মায়ের আঁচল-ছায়া এই পৃথিবীর সেরা।