আমেরিকার ষড়যন্ত্রে ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি’

গ্যাস বিক্রির মুচলেকা না দেয়া ২০০১ সালে যুক্তরাষ্ট্রের (আমেরিকা) ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়নি বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকাল ৪টায় চট্টগ্রামের পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এমন অভিযোগ করেন।

শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে বিএনপি নেত্রী ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসেন। গ্যাস বিক্রির মুচলেকা না দেয়ায় আমেরিকার ষড়যন্ত্রে আমরা ক্ষমতায় আসতে পারিনি। কারণ, গ্যাস উত্তোলন করতো আমেরিকার কোম্পানি, বিক্রি করতো ভারতের কাছে।’

তিনি বলেন, ‘আমি বলেছিলাম- এটা আমার দেশের জনগণের সম্পদ। জনগণের সম্পদ তাদেরকে বঞ্চিত করে আমি কারও কাছে বিক্রি করতে পারি না।’

এসময় নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নৌকায় ভোট দেন, আপনাদের উন্নয়ন দিতে পারব। একমাত্র নৌকায় ভোট দিলেই উন্নয়ন হবে। নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আসতে সাহায্য করবেন, হাত তুলে ওয়াদা করেন।’

তিনি বলেন, ‘আমার বাবা দেশের জন্য জীবন দিয়ে গেছেন। আমিও আপনাদের অধিকার আদায়ে প্রয়োজনে বুকের তাজা রক্ত দেব। আপনাদের অধিকার আদায়ে আমি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’

এরআগে বিকাল ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছান। তিনি ৪১ প্রকল্পের উদ্বোধন ও মোনাজাত শেষে মঞ্চ ওঠেন। মঞ্চে উঠে হাত নেড়ে প্রধানমন্ত্রী জনতার অভিবাদন গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভাস্থল পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। দুপুরের পর থেকে জনসভাস্থল ছাপিয়ে আশপাশের সড়ক ও অলিগলিতে অবস্থান নিয়েছে সাধারণ জনগণ।