আমেরিকায় ছাত্রীর হিজাব খুলে বিপাকে শিক্ষক, তদন্ত শুরু

এক ছাত্রীর হিজাব খুলতে বাধ্য করায় আমেরিকার ভার্জিনিয়া রাজ্যের বার্কের লেক ব্র্যাডক সেকেন্ডারি স্কুলের এক শিক্ষককে ছুটিতে পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ওই মুসলিম ছাত্রীর অভিযোগ আমলে নিয়ে তদন্ত চালাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

এই ঘটনায় গত বৃহস্পতিবার ফেয়ারফ্যাক্স কাউন্টি পাবলিক স্কুলস (এফসিপিএস) ওই ছাত্রী ও শিক্ষকের নাম প্রকাশ না করে একটি বিবৃতি দেয়। খবর ওয়াশিংটন পোস্টের।
বিবৃতি বলা হয়, ওই শিক্ষক যা করেছেন, তা অনুপযুক্ত ও অগ্রহণযোগ্য। এই ঘটনার জন্য ওই ছাত্রী ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছে স্কুল কর্তৃপক্ষ। এফসিপিএস ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তদন্ত চলার সময়ে ওই শিক্ষককে ছুটিতে রাখা হয়েছে।

এদিকে ঘটনার বর্ণনা দিয়ে ইয়াসমেমী নামের ওই স্কুলছাত্রী গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তার টুইটারে বেশ কয়েকটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেছেন, বন্ধুদের সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি পেছন থেকে এসে আমার হিজাব খুলে দেন। তারপর তিনি আমার চুল নিয়ে মজা করতে লাগলেন।

আমি এর বিচার চাই। যত ভালো মানের শিক্ষকই হন না কেন, আমাকে স্পর্শ করার অধিকার নেই তার।