আলালের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে মামলার তদন্ত না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আলালের আইনজীবী জামিন আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, শনিবার দুপুরে নয়াপল্টনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি থেকে আলালকে গ্রেফতার করে পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ২২ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি না পাওয়া এ কমসূচির ডাক দিয়েছিল দলটি। পরে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।