আষাঢ়ের প্রথম দিনেই স্বস্তির বৃষ্টি

বিগত কয়েক দিন গুমোট আবহাওয়ায় অতিষ্ট জীবন। তবে বর্ষার প্রথম দিন শনিবার সকালে বৃষ্টিতে স্বস্তি এসেছে নগর জীবনে।

সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বৃষ্টি নামে। বেশিক্ষণ না হলেও এতেই গরম কমে যায়। আজ ছুটির দিন হলেও বেসরকারি অনেক অফিস খোলা। ফলে অফিসগামী মানুষ ও পথচারীরা কিছুটা বিপাকে পড়েন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে গেল কয়েক দিনের প্রচণ্ড তাপমাত্রা কমে যাবে। বিচ্ছিন্নভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হবে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, শনিবার ভোর ৬টা থেকে আগামীকাল রোববার ভোর ৬টা পর্যন্ত রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হবে। এ ছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রামের কিছু কিছু এলাকাতেও বৃষ্টি হবে।

তিনি জানান, বিদ্যমান তাপপ্রবাহ বিশেষ করে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগ থেকে কমে যাবে। অর্থাৎ এসব এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেটের নিচে চলে আসবে।