জমে উঠছে রাজধানীর বিপণি-বিতানগুলো

ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে রাজধানীর বিপণি-বিতানগুলো। দেশী পোশাকের চেয়ে বিদেশি পোশাকের দিকেই বেশি ঝুঁকছেন নারীরা। গরম আর বর্ষাকালকে মাথায় রেখে মূলত উজ্জ্বল রঙের পোশাক প্রাধান্য পাচ্ছে পছন্দের তালিকায়। বেশি ভিড় রয়েছে শিশুদের দোকানগুলোতে।

বিদেশী পোশাকের মধ্যে ভারতীয় পোশাকের আধিক্য থাকে বছর জুড়েই। এবারের ঈদের কেনাকাটাতেও দেখা যাচ্ছে সেই ঝোঁক।

উৎসবকে সামনে রেখে রোজা শুরুর পর প্রথম ছুটির দিনটিতে রাজধানীর বিপণি-বিতানগুলোতে ভীড়টা একটু বেশিই লক্ষ করা গেছে। জমে উঠেছে ক্রেতা-বিক্রেতাদের হাকডাক।

শিশুদের দোকানগুলোতেও ভিড়টা লক্ষ্যণীয়। বড়রা মূলত গরমের কথা মাথায় রেখে সূতি আর উজ্জ্বল রঙের পোশাক বেছে নিচ্ছেন। আর শিশুদের পছন্দ একটু জমকালো পোশাক।

তবে পোশাক ছাড়া অন্যান্য দোকানে ভিড় এখনো কম। অন্য বছরের মত এবারও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ঈদের আগের দিনগুলোতে ব্যবসা আরো জমে উঠবে বলে আশাবাদী বিক্রেতারা।