ইউটিউবকে টেক্কা দিতে ফেসবুকের নতুন ভিডিও সুবিধা

ইউটিউবকে টেক্কা দিতে সম্প্রতি বেশ কিছু নতুন ভিডিও ফিচার যুক্ত করেছে ফেসবুক। এরই অংশ হিসেবে এবার ভিডিও নির্মাতাদের জন্য আলাদা একটি অ্যাপ উন্মুক্ত করেছে ফেসবুক।

ভিডিও নির্মাতাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন টুলস রয়েছে ‘ফেসবুক ক্রিয়েটর’ নামের এই অ্যাপটিতে।

ভিডিও নির্মাতারা ক্রিয়েটর থেকেই লাইভে যেতে পারবেন। লাইভ ভিডিওতে যুক্ত করা যাবে পছন্দের স্টিকার এবং ফ্রেম। এছাড়া ভিডিওর শুরুতেই ইন্ট্রো যুক্ত করার সুবিধাও থাকছে এই অ্যাপে। এছাড়া ক্রিয়েটর থেকে সরাসরি ছবি তুলে সম্পাদনা করা এবং ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে।

অ্যাপটির আরও বড় একটি সুবিধা হলো ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টের কমেন্টে রিপ্লাই দেওয়া যাবে এই অ্যাপের মাধ্যমেই। এছাড়া মেসেঞ্জার ব্যবহার ছাড়াই এখান থেকে সব মেসেজ পড়া এবং রিপ্লাই দেওয়া যাবে।

একজন ভিডিও নির্মাতার পোস্ট বা ভিডিওর বিস্তারিত পরিসংখ্যান দেখার ব্যবস্থাও থাকছে অ্যাপটিতে।

অ্যাপটি এখন শুধু আইওএস ডিভাইসেই ব্যবহার করা যাবে। তবে দ্রুতই অ্যান্ড্রেয়েডের জন্যও অ্যাপটি পাওয়া যাবে বলে জানিয়েছে ফেসবুক।