ইচ্ছে করে || তৌহিদুজ্জামান তৌহিদ

ইচ্ছে করে
তৌহিদুজ্জামান তৌহিদ


আমার ইচ্ছে করে-
গ্রীষ্মের প্রখর রোদে,
ক্লান্ত দেহে আম কুড়াতে।

আমার ইচ্ছে করে-
বর্ষার ভরা বাদলায়,
কদমতলায় গিয়ে ভিজতে।

আমার ইচ্ছে করে-
শরতের কাশবনে তোমার হাত ধরে,
মেঘের কোলে হেঁটে বেড়াতে।

আমার ইচ্ছে করে-
হেমন্তের রোদে ফসলের মাঠে,
তোমার মুক্ত কেশের ছবি আঁকতে।

আমার ইচ্ছে করে-
পৌষের শীতে কুয়াশা ভেজা পথে,
দূর অজানায় ছুটে চলতে।

আমার ইচ্ছে করে-
বসন্তের বিকেলে কোকিলের কুহুতানে,
তোমার মিষ্টি সুরে গান শোনতে।

আমার ইচ্ছে করে-
তোমার লাল শাড়ির পাড়ে,
নীল স্বপ্ন বুনতে।

আমার ইচ্ছে করে-
বারো মাস জুড়ে,
শুধুই তোমায় ভালবাসতে।