ইরানের প্রেসিডেন্টের ভাই গ্রেপ্তার

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ভাই হোসেইন ফেরেইদুনকে আটকের পর রোববার কারাগারে পাঠানো হয়েছে। অর্থনৈতিক কিছু অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়, দেশটির বিচারবিভাগের মুখপাত্র গোলাম হোসেইন মোহসেন এজেয়ি নিয়মিত এক সংবাদ সম্মেলনে জানান, নানা রকম আর্থিক অভিযোগের কারণে ফেরেইদুনের বিরুদ্ধে তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, তার সঙ্গে ঘনিষ্ঠ কয়েক ব্যক্তির আর্থিক অভিযোগ নিয়েও তদন্ত করা হয়েছে।

বিচারবিভাগের ওই কর্মকর্তা আরো জানান, ফেরেইদুনের সঙ্গে ঘনিষ্ঠ কয়েক ব্যক্তিকে আগেই আটক করা হয়েছে এবং ফেরেইদুনকে আদালত থেকে জামিন নেয়ার পর জিজ্ঞাসাবাদের কথা বলা হয়। কিন্তু তিনি আদালত থেকে জামিন নিতে ব্যর্থ হন; ফলে তাকে কারাগারে পাঠানো হয়।

এক সাংবাদিকের প্রশ্নের জবাব মোহসেন এজেয়ি জানান, ফেরেইদুনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তবে ব্যাংক ঋণখেলাপির মতো বিষয় নয়।