ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর রচনা হয়েছে : জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) ইমামতিতে দে‌শে গণতন্ত্রের কবর রচিত হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, একাদশ সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। গণতন্ত্রের কবর হলে তার পরিণতি যে কী হয়, দেশবাসী তা বুঝতে পারছে।

তিনি বলেন, বিজিবি ঠাকুরগাঁওয়ে গুলি করে মানুষ হত্যা করেছে। উল্টো গ্রামবাসীদের গরু চোরের অপবাদ দিয়েছে। কিন্তু এ ব্যাপারে কারও কোনো রা’ নেই।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রচলিত বিচার ব্যবস্থায় খা‌লেদা জিয়ার মু‌ক্তি সম্ভব নয়। সরকার দলীয় বিচার ব্যবস্থায় বিএনপির চেয়ারপারসন সুবিচার পা‌বেন না। সবাই সম্মিলিতভাবে আন্দোলনে নামলে তিনি মু‌ক্তি পা‌বেন।