ঈদে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা

দেশের বিভিন্ন জেলায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা থেকে গেছেন। কোরবানির ঈদে ঘরমুখো মানুষের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ফেনী: ফেনীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত এক মাসে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন প্রায় ৬৫ জন। বর্তমানে ভর্তি রয়েছেন এক শিশুসহ ২৫ জন। এদের বেশিরভাগই ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা বলে জানিয়েছেন চিকিৎসক।

চট্টগ্রাম: সোমবার (২৯ জুলাই) পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা একশোর কাছাকাছি। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০ জনের বেশি রোগী। খোলা হয়েছে দুটি আলাদা ব্লক। অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালে সেবা নিচ্ছেন আরো ৪০ জন রোগী।

চমেক এর মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার অশোক কুমার দত্ত বলেন, প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে রোগীদের ট্রাভেলিং এর হিস্টোরি আছে।

বরিশাল: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ৫৪ জন ভর্তি হ‌য়ে‌ছেন। ২৪ জন সুস্থ হ‌য়ে বাড়ি ফিরেছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আক্রান্তদের অনেকেই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহে এসে চিকিৎসা নিচ্ছেন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। আক্রান্তরা বেশিরভাগই ঢাকা থেকে এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সরকারি হিসেব অনুযায়ী এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৭০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫১ জন।

এছাড়া ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত শনাক্ত করা হয়েছে।