ঈদ করেই না ফেরার দেশে ৬ জন

ঈদ করে তার পরের দিনই বৃহস্পতিবার (৬ জুন) সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৬ জন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

ভোলা: ভোলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ: বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে প্রাইভেটকারে করে ব্যাংক কর্মকর্তা ইমারাত হোসেন ফরিদপুরে যাচ্ছিলেন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই মারা যান ইমারাত হোসেন। এ ঘটনায় গুরুতর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

বগুড়া: ফায়ার সাভিস জানায়, বগুড়ার শেরপুরে যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই বাসই রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। নারীসহ অন্তত ২৪ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে করতোয়া বাসের চালক তৌহিদুল মারা যান।

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে ভ্যান থেকে পড়ে সুমাইয়া নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ভোলার বুরহানউদ্দিনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছেন।