উইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে নেই সৌম্য-তাসকিন-সাব্বির

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এর বাইরে মোস্তাফিজুর রহমানসহ ৫ জনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। দলে স্থান পাননি তাসকিন আহমেদ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। সফরে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। তার আগে ২০ জুন নতুন কোচ স্টিভ রোডসের কাছে রিপোর্ট করবেন টেস্ট দলের খেলোয়াড়রা। এরপর দু’দিন নতুন কোচের অধীনে অনুশীলন করবে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত এবং শফিউল ইসলাম।

স্ট্যান্ডবাই

ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মোস্তাফিজুর রহমান।