উত্তরাঞ্চলে রোববারও বৃষ্টি হবে

মাঘ মাসের শেষের দিক। প্রবাদ আছে- ‘মাঘের শীত বাঘের গায়’। আর কয়েকদিন পর বিদায় নেবে মাঘ মাস। আসবে ফাগুন। এখনই বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। এর সঙ্গে শুরু হয়েছে হালকা বৃষ্টি।

শনিবার ভোরে ঢাকায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। তবে উত্তরাঞ্চলে এর মাত্রা ছিল বেশ।

কুড়িগ্রাম থেকে আমাদের প্রতিনিধি জানান, জেলার নয়টি উপজেলায় শনিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে দমকা হওয়া বয়ে যাওয়ায় এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এই বৈরি আবহাওয়ায় বেশি দুর্ভোগ পোহাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষার হলে আলো স্বল্পতায় ও রাস্তাঘাট কর্দামক্ত হওয়ায় যাতায়াতে বিঘ্ন হচ্ছে। হাট-বাজারে ক্রেতা সাধারণ শূন্য হয়ে পড়ে। অফিস আদালতে মানুষের উপস্থিতি দেখা যায় কম।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার কুড়িগ্রামে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৈরি আবহাওয়া রোববার পর্যন্ত থাকতে পারে।