উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন ওয়াসফিয়া

উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি খ্যাত মেক্সিকোর ‘পিকো দে ওরিজাবা’ নামক শৃঙ্গের উপরে উঠে বাংলাদেশের পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন আবারও দেশের সুনাম বয়ে এনেছেন।

গত বৃহস্পতিবার প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়াসফিয়া নাজরীন এই সুউচ্চ আগ্নেয়গিরি জয় করেন। এ সময় তার সঙ্গে সহযাত্রী ছিলেন হুয়ান মেন্ডোজা।

‘পিকো দে ওরিজাবা’ শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ৬৩৬ মিটার (১৮ হাজার ৪৯১ ফুট) উচ্চতায় অবস্থিত। আগ্নেয়গিরিটি বর্তমানে সুপ্ত অবস্থায় আছে।

২০১৬ সাল থেকে গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ওয়াসফিয়া। ২০১৫ সালে তিনিই প্রথম ও একমাত্র বাঙালি হিসেবে সেভেন সামিট জয় করেছেন।