উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে যারা পেলেন আ’লীগের মনোনয়ন

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ১২২ জনকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রোববার দলের পক্ষ থেকে তাদের মনোনয়ন নিশ্চিত করা হয়।

এর আগে প্রথম দফায় দেশের ৮৭টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রসঙ্গত, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন এবার পাঁচ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির খসড়া অনুযায়ী আগামী ১০, ১৮, ২৪, ৩১ মার্চ চার ধাপ এবং ১৮ জুন বাকি ধাপে উপজেলা নির্বাচনের ভোট হবে।

তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি ও মনোনয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ এবং ২৩ তারিখ ৩য় ও ৪র্থ ধাপের প্রার্থী মনোনয়ন দেয়া হবে।

দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা-