উপজেলা নির্বাচন : সবচেয়ে কম ভোট পড়েছে চতুর্থ ধাপে

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট পড়েছে ৩৬ দশমিক ৫৪ শতাংশ বা ৩৭ শতাংশ। চতুর্থ ধাপে বাতিল ভোটের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৮১৪টি। সেই হিসেবে চার ধাপের মধ্যে এ ধাপেই সবচেয়ে কম ভোট পড়েছে। এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদগুলোর নির্বাচনের ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ জুন।

৩১ মার্চ দেশের ১০৭ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মাঠ পর্যায় থেকে ফলাফল সংগ্রহ করে সমন্বয়ের পর নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, চতুর্থ ধাপে মোট ভোটার ছিল ১ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ৫৫৫ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৬০ লাখ ৪৭ হাজার ১৩৭ জন।

প্রথম ধাপে ৮১ উপজেলায় ভোট পড়েছে ৪৩ দশমিক ৩২ শতাংশ বা ৪৩ শতাংশ। দ্বিতীয় ধাপে ১১৩ উপজেলার নির্বাচনে ভোট পড়েছিল ৪১ দশমিক ২৫ শতাংশ বা ৪১ শতাংশ। আর তৃতীয় ১১৬ উপজেলায় ধাপে ভোট পড়েছে ৪১ দশমিক ৪১ শতাংশ বা ৪১ শতাংশ।