উপাচার্যের নেতৃত্বে কুবি ক্যাম্পাসে ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান

ইমদাদুল হক মিরন : ‘এসো হাত ধরি, ক্যাম্পাস পরিষ্কার করি’- স্লোগানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুর বারোটায় কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

কার্যক্রমের উদ্বোধনকালে ছাত্রলীগের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে উপাচার্য জানান, ‘বিশ্ববিদ্যালয়ের সকল সংকট নিরসনে প্রশাসন সবসময় সজাগ রয়েছে। পরিবহণ সংকট নিরসনে শীঘ্রই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে উপাচার্য আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে সাম্প্রতিক যাতায়াত ব্যবস্থার সমস্যার দ্রুত সমাধান করা হবে।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের সঞ্চালনায় এবং সভাপতি ইলিয়াস হোসেন সবুজের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ, শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা।

উদ্বোধন শেষে উপাচার্য ছাত্রলীগের কার্যক্রমে শামিল হয়ে নিজ হাতে ক্যাম্পাস পরিষ্কার অভিযানে অংশ নেন।