উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকানোর ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই বলে মনে করছেন যুদ্ধ বিশ্লেষকরা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে উড়িয়ে দেয়ার হুমকি দেয়ার পর তারা এ ধরনের মন্তব্য করেন।

সামরিক এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষেত্রের কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, যুক্তরাষ্ট্র কিংবা তার মিত্র দেশগুলোকে লক্ষ্য করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আগাম খবর পেলেও তা ভূপাতিত করার ক্ষমতা মার্কিন সেনাবাহিনীর নেই।

সর্বশেষ মাঝারি ধরনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পিয়ংইয়ং গত ১৫ সেপ্টেম্বর। জাপানের হোক্কাইডো দ্বীপের উপর দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ার আগে এটি চারশ ৮০ মাইল বা সাতশ ৭০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল।

আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা প্লাউশেয়ার ফান্ডের প্রতিষ্ঠাতা জোসেপ সিরিনসিওনে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স ওয়ানকে বলেন, এতো উপর দিয়ে আসা ক্ষেপণাস্ত্র ঠেকানোর ক্ষমতা জাপানের নেই।

তিনি আরও বলেন, প্রচলিত কোনো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখনো সেই উচ্চতা পর্যন্ত যেতে পারেনি, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যে উচ্চতায় গেছে।

অলাভজনক সংস্থা র্যান্ড কর্পোরেশনের বিশ্লেষক ব্রুস বেনেট অনেকাংশে সমর্থন করেছেন সিরিনসিওনের বক্তব্যকে। তিনি বলেন, ওরকম উঁচু দিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র ঠেকানো যেতে পারে বা ঠেকানোর চেষ্টা ব্যর্থও হতে পারে। এ নিয়ে নিশ্চিত হয়ে কিছু বলার উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।