এক মন্তব্যেই মন্ত্রীসভা থেকে বহিস্কার

রোমানিয়ায় এক কিশোরীকে অপহরণের শিকার হওয়ার পর দেশটির শিক্ষামন্ত্রী একাতেরিনা অ্যান্দ্রনেসকু বলেছিলেন, ‘ওই কিশোরীর শেখা উচিত ছিল, অপরিচিত কারো গাড়িতে চড়া ঠিক নয়।’ এতে ক্ষুব্ধ হয়ে দেশটির প্রধানমন্ত্রী ভায়োরিকা ডেনসিলা শিক্ষামন্ত্রী অ্যান্দ্রনেসকুকে মন্ত্রীসভা থেকে বহিস্কার করেন।

এর আগে বুধবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টের পশ্চিমাঞ্চল থেকে অপহরণ করা হয় কিশোরী আলেক্সান্দ্রা ওসেসানুকে।

এরপরই একটি টিভি শোতে শিক্ষামন্ত্রী একাতেরিনা অ্যান্দ্রনেসকু বলেছিলেন, তার (অপহৃত কিশোরী) শেখা উচিত ছিল, অপরিচিত কারো গাড়িতে চড়া ঠিক নয়।

প্রধানমন্ত্রী ভায়োরিকা এ মন্তব্যের প্রতিবাদ করে সামাজিক মাধ্যমে লেখেন,শিক্ষামন্ত্রীর মন্তব্য ‘বোঝার ভুল’ ও ‘সঙ্গতিপূর্ণ’। এটি একটি দায়িত্বহীন মনোভাব। এটি কোনোভাবেই সরকারের অবস্থানকে প্রতিফলিত করে না। আমি চাই না, আমার নেতৃত্বাধীন মন্ত্রীসভায় তাকে সম্পৃক্ত রাখতে। সূত্র: বিবিসি