এক সপ্তাহে ৩৬ দেশকে ‘গরম’ দেখালেন ট্রাম্প

আন্তর্জাতিক কূটনীতি কত প্রকার ও কী কী, তা চলতি সপ্তাহে বিশ্ববাসীকে শেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার পর্যন্ত তিনি তিন ডজন দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন।

ট্রাম্পের রক্তচক্ষুর সর্বশেষ শিকার মেক্সিকো এবং ভারত। অভিবাসী সংক্রান্ত ইস্যুতে মেক্সিকো থেকে সব ধরনের পণ্য প্রবেশের উপর ৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন। অথচ তার দেশে ঢোকা সব মানুষ শুধু মেক্সিকো থেকে যায় না।

শুক্রবার ভারতের জন্য আরেকটি ঘোষণা দেন ট্রাম্প। সেটি হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে দেওয়া আমেরিকার ‘জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স’ বা জিএসপি সুবিধা বাতিল। আগামী ৫ জুন থেকেই এটি বাতিল হবে।

ট্রাম্প এটি করতে পারেন, সেই সম্ভাবনা আগে থেকেই ছিল। এত দ্রুত করার কারণ রাশিয়া থেকে ভারতের ক্ষেপণাস্ত্র ক্রয়। একই কারণে তুরস্ককে আল্টিমেটাম দিয়েছেন তিনি।

এই দেশগুলোর মতো চীনের বিরুদ্ধেও তিনি কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার তালিকায় আছে ইউরোপিয়ান ইউনিয়নের ২৮টি দেশ। আছে ইরান, রাশিয়া, কিউবা এবং ভেনেজুয়েলার মতো দেশ।