এতদিন পর বকেয়া পেতে চলেছেন আজহার!

দিল্লিতে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন (সিওএ) এবং বিসিসিআই কর্মকর্তাদের সভা রয়েছে বুধবার। সেখানেই উঠতে চলেছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আজাহার উদ্দিন প্রসঙ্গ। মূলত আজহারের বকেয়া মেটানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই সভায়।

ফিক্সিংয়ের দায়ে জড়িত আজহার উদ্দিনকে পাঁচ বছর আগে বেকসুর প্রমাণ করেছে অন্ধ্র প্রদেশের হাইকোর্ট। বোর্ডের কাছে কত বকেয়া আছে, তা-ও আজহারের কাছে জানতে চান আদালত। তবে পাঁচ বছর কেটে গেলেও আজহার উদ্দিন বিষয়ে বোর্ডের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর পরেই এ বিষয়ে সিওএ-কে লিখিত ভাবে চিঠি দেন সাবেক এই ক্রিকেটার।

সোমবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘বর্তমানে আজহার উদ্দিনের ওপর কোনও রকম নিষেধাজ্ঞা নেই এবং বোর্ডের বিভিন্ন অনুষ্ঠানে উনি নিয়মিত অংশগ্রহণও করেন। ২০০০ সালে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিল আজহার উদ্দিন। ১৭ বছর কেটে গেলেও এখনও ওঁর পেনশন চালু হয়নি। ভাতাও পান না। এই বিষয়ে বুধবার আলোচনা হতে পারে সিওএ সভায়।’