অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম মারল তরুণী (ভিডিও)

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম নিক্ষেপ করেছেন এক প্রতিবাদকারী তরুণী। সোমবার ক্যানবেরা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণপূর্বের নিউ সাউথ ওয়েলসের আলবুরিতে নির্বাচনী প্রচারণায় গিয়ে এ ঘটনার শিকার হন মরিসন। খবর বিবিসির।

আগামী ১৮ মে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে একটি নারী সংঘের অনুষ্ঠানে গিয়ে এমন ঘটনা ঘটল।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, নিক্ষিপ্ত ডিমটি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর মাথায় লাগলেও না ভেঙ্গে ছিটকে যায়। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে ঘটনাস্থল থেকে এক তরুণীকে আটক করতে দেখা গেছে। তার বয়স ২৫ বছর বলে জানানো হয়েছে।

এ ঘটনার সময় ধাক্কা লেগে একজন বয়স্কা নারী পড়ে যান। তিনি নিজেই উঠে দাঁড়ানোর সময় মরিসন এগিয়ে গিয়ে তাকে উঠতে সহায়তা করেন।

মরিসন ডিম নিক্ষেপের এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে বর্ণনা করেছেন।

এক টুইটে তিনি বলেছেন, আলবুরিতে আজকের ঘটনায় আমি পড়ে যাওয়া ওই বৃদ্ধা নারীকে নিয়ে উদ্বিগ্ন হয়েছি। আমি তাকে উঠতে সহায়তা করেছি ও জড়িয়ে ধরে সহানুভূতি জানিয়েছি।