এবার ইস্ট ওয়েস্ট ভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। তবে এতে কোনো হতাহতদের খবর পাওয়া যায়নি। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেটের সামনে ও রাস্তায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের প্রতিরোধের মুখে শিক্ষার্থীরা আফতাবনগরে জহুরুল ইসলাম সিটিতে ঢুকে পড়ে।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থল র‍্যাব টহল দিচ্ছে। মোতায়েন করা বিপুল পুলিশ। কাঁদানে গ্যাসের কারণে চারদিকে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। অনেককেই পানিতে চোখ ধুইতে দেখা গেছে।