এবার এলো তরুণদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ টক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তরুণদের জন্য ‘টক’ নামে নতুন একটি অ্যাপ আনছে। এই অ্যাপটি তৈরি করা হবে মূলত ১৩ বছর বা এর বেশি বয়সী তরুণদের জন্য। খবর ডেইলি মেইল।

এটি ব্যবহার করার জন্য নিজের ফেসবুক প্রোফাইলের প্রয়োজন হবে না। যারা এই টক ব্যবহার করবেন তাদেরকে পাবলিক সার্চে খুঁজে পাওয়া যাবে না এবং তারা বিভিন্ন অনলাইন থ্রেট থেকে মুক্ত থাকবেন।

এই অ্যাপের ভেতরে প্যারেন্টাল কন্ট্রোল কোড বা অভিভাবকের নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। ফলে সন্তানরা কি করছেন তা অভিভাবকরা খুব সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া এখানে কন্ট্যাক্টগুলোকে নিয়ন্ত্রণে রাখা যাবে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, যাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য অনুমতি নেই তাদের জন্য এই অ্যাপটি এক বিশেষ সুযোগ। এই অ্যাপের মাধ্যমে তারা মেসেঞ্জারের মতো যোগাযোগ করতে পারবেন।