এবার ডেঙ্গু কেড়ে নিলো ছোট্ট জারিফার প্রাণ

রাজধানী ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। আজও ৯ বছরের ছোট্ট শিশু ডেঙ্গু জ্বরে মারা গেলেন। টানা পাঁচদিন ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে ডেঙ্গুর সঙ্গে যুদ্ধ করে সকাল পৌনে ৯টায় জারিফা জাহানের মৃত্যু হয়।

মৃত জারিফার বাবার নাম জলিল আহমেদ, মা রেহানা আক্তার। তারা থাকতেন রাজধানীর আজিমপুরে। আজিমপুর লিটল অ্যাঞ্জেল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত জারিফা।

জারিফার স্বজনরা জানায়, গত বুধবার এই হাসপাতালে ভর্তি করা হয় জারিফাকে। ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে সে মারা যায়।

হাসপাতালের সামনে জারিফার মামা সুমন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ডেঙ্গুকে সরকারের মহামারি ঘোষণা করা উচিত। ডেঙ্গু এখন আর স্বাভাবিক অবস্থায় নাই।