এবার বিএনপিতে যোগ দিল আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মী

দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ টানা ৯ বছর ধরে ক্ষমতায় থাকলেও দলের অনেক নেতাকর্মী খুশি নন। তাই বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের হাত ধরে প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

সম্প্রতি ফরিদপুর জেলার নগরকান্দার লস্করদিয়া ডাঙ্গী ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মান্নান মোল্লার নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের একদল নেতাকর্মী ফুলে তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।

বিএনপি নেত্রী শামা ওবায়েদ বলেন, গত শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেয়। এটি নিঃসন্দেহে জাতীয়তাবাদী রাজনীতির জন্য শুভসংবাদ।

তিনি আশা করেন, আগামী দিনে আরও নেতাকর্মী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে যুক্ত হবে।

শামা ওবায়েদ জানান, অনুষ্ঠানে নগরকান্দা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শওকতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।