এবার রাজধানীর কাফরুলে বহুতল ভবনে আগুন

রাজধানীর কাফরুলের মিরপুর ১৪ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ তলা ভবনের ৬ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে গত ২৮ মার্চ দুপুরে বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত হন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করেছিল।

এরও আগে গত ২১ ফেব্রুয়ারি পুরান ঢাকার চুরিহট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ৭৮ জনের প্রাণহানি ঘটে। সে সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।