এবার রাজপথে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে এবার রাজপথে নেমেছে মহানগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। বুধবার তারা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হয়েছে। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ঢাকা কলেজ ও তেজগাঁও কলেজের কয়েক’শ শিক্ষার্থীকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যেতে দেখা যায়।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হয়েছে হাজার হাজার শিক্ষার্থী। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তেজাগাঁও কলেজের শিক্ষার্থী নেহাল বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরাও রাজপথে থাকবো। অামরা শাহাবাগ অবরোধ করবো।

জানা গেছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করবেন।

এর আগে একই দাবিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন।