‘এরদোগানের জন্য জীবন দিয়ে দেব’ (ভিডিও)

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে পেয়ে যারপনাই খুশি যুক্তরাষ্ট্রে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকরা।

জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

রোববার সেখানে এরদোগানকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত কয়েকশ ফিলিস্তিনি ও তুর্কি নাগরিক। এসময় মিটিংরুমের বাইরে দুই শতাধিক মানুষ এরদোগানকে স্বাগত জানাতে প্লাকার্ড নিয়ে শ্লোগান দিতে থাকে। তাদের হাতে ‘উই লাভ এরদোগান’, উই লাভ তুর্কি’ লেখা প্লাকার্ড দেখা যায়।খবর ডেইলি সাবাহর।

পরে মিটিং রুমে আবু বাকির নামে ৭৮ বছর বয়সী এক ফিলিস্তিনি বৃদ্ধ এরদোগানকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি এরদোগানের পায়ে হাত দিয়ে সালাম করেন এবং কোলাকুলি করেন।

আবু কারিব পরে গণমাধ্যমকে বলেন, আমি খুবই খুশি। এরদোগানের সঙ্গে সাক্ষাৎ আমার স্বপ্নের চেয়েও বেশি কিছু। আমি বিশ্বাস করতে পারছি না, আমি এরদোগানের সাক্ষাৎ পেয়েছি।

তিনি বলেন, আমি এরদোগানকে যতটা ভালোবাসি আর কাউকে এতটা ভালোবাসি না। আমি যদি পারতাম, তাহলে এরদোগানের জন্য আমি আমার জীবন দিয়ে দেব।

আবু বাকির সেরাজ বলেন, আমি এরদোগানকে তিন পৃষ্ঠার একটি চিঠি দিয়েছি। আমরা পুরো কমিউনিটি কীভাবে তার সঙ্গে আছি, তা চিঠিতে উল্লেখ করেছি।