ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কলারোয়ায় আনন্দ উৎসব ও শোভাযাত্র

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ ইউনেস্কোর“মেমোরি অব দ্য’ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার”এ অন্তর্ভুক্তির মাধ্যমে“বিশ্বপ্রামাণ্য’র ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এক আনন্দ উৎসব ও শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা ও আনন্দ উৎসবে অংশগ্রহন করেন-উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা পারভীন, পৌরসভার প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরুন ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আবদুর রব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, এ্যাড. শেখ কামাল রেজা প্রমুখ। এছাড়া আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধারা ও স্থানীয় সূধিজনেরা উপস্থিত ছিলেন। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য বিশেষণ করে আলোচনা সভায় অতিথিরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ শুধু একটি ভাষণই ছিল না, সেটি ছিল আসন্ন এবং অনিবার্য্য স্বধীনতা যুদ্ধের সবুজ সংকেত এবং তার পরিপূর্ণ দিক নির্দেশনা। জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে বঙ্গবন্ধুর আদর্শ এবং স্বাধীনতার চেতনায় মিলিতভাবে অনুপ্রাণিত হয়ে সকলকে একযোগে কাজ করতে হবে।