ওসি মোয়াজ্জেম গ্রেফতারে যা বললেন ব্যারিস্টার সুমন

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতারের মধ্য দিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মনে করেন মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, এর মধ্য দিয়ে পুলিশের প্রতি সবার আস্থা বাড়বে। সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, ওসি মোয়াজ্জেম গ্রেফতারের মধ্য দিয়ে এবং নুসরাত যদি ন্যায় বিচার পায় তাহলে বাংলাদেশের ৪৮০টা থানা আমি মনে করি, মেয়েদের বা ভিকটিমদের জন্য নিরাপদ হবে। এছাড়া ৪৮০ থানার ওসিরা মোয়াজ্জেমের যে ভাগ্য তা বিবেচনায় ওনারা আরও সচেতন হবেন।

তিনি আরো বলেন, বাদী হিসেবে আমি মনে করি, সময় একটু বেশি লাগলেও মোয়াজ্জেমকে আইনের আওতায় আনা হয়েছে, এটাকেই আমরা পজিটিভলি দেখি।