ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে দেশ সেরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

নুরজাহান স্মৃতি, বাকৃবি প্রতিনিধি : বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে প্রকাশিত ওয়েবমেট্রিক্স্রে র‌্যাংকিংয়ে বাংলাদেশে সেরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বিশ্ববিদ্যালয়ের এই অর্জনে সোমবার বেলা ১২ টার দিকে উপাচার্য কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সকলকে অভিনন্দন জানান অধ্যাপক ড. মো. আলী আকবর।

বাংলাদেশের ১৫০ টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং বিশ্ব র‌্যাংকিংয়ে ২০৬১তম স্থানে রয়েছে বাকৃবি। বিশ্ববিদ্যালয়ের এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের অর্জন নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সম্মিলিত প্রয়াস। র‌্যাংকিং ধরে রাখা এবং বিশ্ব র‌্যাংকিংয়ে নিজেদের আরও সামনের দিকে এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ছাত্রবিষয়ক উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিষ্টার, প্রক্টর প্রমুখ।